মানবাধিকার সংগঠক রোটারিয়ান আমিনুল হক বাবুর পিতা নগরীর পূর্ব মাদারবাড়ীস্থ নছু মালুম মহল্লা কমিটির সাবেক সহ সভাপতি আমির আলী বি.কম গত বুধবার রাত সাড়ে নয়টায় চিকিৎসাধীন অবস্থায় নগরীর একটি ক্লিনিকে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি… রাজিউন)। গতকাল বাদ জোহর পূর্ব মাদারবাড়ি নছু মালুম মসজিদে জানাজা শেষে নগরীর চৈতন্য গলী কবরস্থানে দাফন সম্পন্ন হয়। তিনি বি.সি.আই.সির ডিজিএম হিসেবে তার কর্মজীবন সমাপ্ত করেন। এছাড়াও মাইজভাণ্ডারীয়া তরিকার একজন অনুসারী ছিলেন। তিনি আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের সদস্য, পূর্ব মাদারবাড়ি নসু মালুম মহল্লা কমিটি, নসু মালুম মসজিদ কমিটি, ৩০নং ওয়ার্ডের সালিশ কমিটিসহ পূর্ব মাদারবাড়ী এলাকার বহুবিধ সংগঠনের মাধ্যমে সমাজকর্মে যুক্ত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।