অনূর্ধ্ব–২১ বিশ্বকাপ হকিতে প্রথমবার অংশ নিয়েই বড় বড় প্রতিপক্ষের বিরুদ্ধে তীব্র প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলছে বাংলাদেশ। প্রথম ম্যাচে তুমুল প্রতিদ্বন্দ্বিতা করে একসময়ের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার কাছে ৫–৩ গোলে হেরেছে। গতকাল রোববার অবশ্য গ্রুপের দ্বিতীয় ম্যাচে আরেক শক্তিধর দক্ষিণ কোরিয়ার সঙ্গে পিছিয়ে থেকেও ড্র আদায় করে নিয়েছে। আমিরুল ইসলামের হ্যাটট্রিকে বাংলাদেশ ৩–৩ গোলে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করেছে। ভারতের চেন্নাইয়ে অনুষ্ঠিত এ খেলায় দক্ষিণ কোরিয়া বিরতির আগে ৩ গোল করে। ৮ মিনিটে প্রথম এগিয়ে যায় তারা। পেনাল্টি কর্নার থেকে লি মিনহোক পোস্টে জড়িয়ে দেন বল। ১৩ মিনিটে ব্যবধান দ্বিগুণও হয়। সন সিহানগান পেনাল্টি কর্নার থেকে কোরিয়াকে আরও এগিয়ে নেন। ৪ মিনিট পর লি মিনহিয়োক আবারও পেনাল্টি কর্নার থেকে নিজের দ্বিতীয় ও দলের হয়ে তৃতীয় গোল করেন। বিরতির পর বাংলাদেশ ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে দারুন সফল হয়। আগের ম্যাচে হ্যাটট্রিক করা আমিরুল ইসলাম এক গোল শোধ দেন। ৩৬ মিনিটে পেনাল্টি কর্নার থেকে আমিরুল ইসলাম স্কোর ৩–১ করেন। ৪৬ মিনিটে বাংলাদেশ দ্বিতীয় গোল শোধ দেয়। এবারও গোলদাতা আমিরুল। পেনাল্টি কর্নার থেকে ঝাঁকড়া চুলের অধিকারী এই খেলোয়াড় দারুণ গোল করে স্কোর ৩–২ করেন। ৫৬ মিনিটে বাংলাদেশ ম্যাচে সমতা ফেরায়। আমিরুল ইসলাম পেনাল্টি কর্নার থেকে গোল করে সমতা আনার পাশাপাশি হ্যাটট্রিকও করেন। প্রথম ম্যাচেও হ্যাট্রিক করেছিলেন আমিরুল। গতকাল কোরিয়ার বিপক্ষে বাংলাদেশের জন্য পয়েন্ট এনে দিয়ে তিনি ম্যাচসেরাও হয়েছেন। দক্ষিণ কোরিয়াকে আটকে দিয়ে বাংলাদেশ বিশ্বকাপে প্রথম পয়েন্টের দেখা পেয়েছে। বাংলাদেশ পরের ম্যাচ খেলবে আরেক চ্যাম্পিয়ন ফ্রান্সের বিপক্ষে।










