বার আউলিয়া ডিগ্রি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক শরফুল কবির সেলিমের স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৯ আগস্ট লোহাগাড়ার আমিরাবাদ জয়নাব কবির সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে এ স্মরণসভার আয়োজন করা হয়। ব্যাংকার আবু ইউসুফ মুহাম্মদ বাদলের সঞ্চালনায় ও বার আউলিয়া ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা ও চবি সিনেট সদস্য অধ্যক্ষ ড. রেজাউল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুনতি সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ দ্বীন মুহাম্মদ মানিক।
বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পিপি অ্যাডভোকেট আবু তাহের, হাজেরা তুজ ডিগ্রি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক আবু বকর ছিদ্দিক, ইসলামিয়া কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম, আমিরাবাদ সুফিয়া আলিয়া মাদ্রাসার সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা সাইফ উদ্দিন চৌধুরী, মরহুমের ছেলে আহমদ রাইয়ান, রফিক দিদার, ডা. মো. মহিউদ্দিন, জাহেদুল ইসলাম, খলিল চৌধুরী প্রমুখ। সভায় বক্তারা বলেন, অধ্যাপক শরফুল কবির সেলিম ছিলেন শিক্ষানুরাগী, সৎ, নিরহঙ্কার ও মানবিক গুণাবলির অধিকারী আদর্শ শিক্ষক। তাঁর মৃত্যুতে লোহাগাড়ার শিক্ষাঙ্গনে এক অপূরণীয় শূন্যতা তৈরি হলো, যা সহজে পূরণ হওয়ার নয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আমিরাবাদ জয়নাব কবির সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মুবিন চৌধুরী। প্রেস বিজ্ঞপ্তি।