হাটহাহাজারী সমিতি আয়োজিত হালদা ফুটবল টুর্নামেন্ট গত বৃহস্পতিবার আজমান হুমাঈদ আবদুল আজিজ স্টেডিয়ামে শুরু হয়েছে। খোরশেদ মোবারকের সঞ্চালনায় মোহাম্মদ ইয়াকুবের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুবাই উত্তর ডেপুটি বাংলাদেশ কনসাল জেনারেল শাহেদুল ইসলাম। খেলার উদ্বোধন করেন ইসমাইল গনি চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বিমানের ম্যানেজার জাকিয়া সুলতানা, আশিষ কুমার সরকার,বদরুন আহমেদ বিদ্যুত, প্রধান পৃষ্ঠপোষক মামুন তালুকদার,, ইঞ্জিনিয়ার আবু জাফর, আইয়ুব আলি বাবুল, আরশাদ হোসেন হিরু, শাহাদাত হোসেন, জাহাঙ্গীর খান, সেলিম সি আই পি, হান্নান তালুকদার, নুরুল আবছার, সফিকুল ইসলাম, মোজাহের উল্লাহ, মোস্তফা সানাউল্লাহ সি আই পি, জসীম উদ্দিন পলাশ, আব্দুল মন্নান, সফিক। খেলায় হাটহাজারী পৌরসভা মির্জাপুর ইউনিয়ন এর সাথে ১ –১ গোলে ড্র করে। ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় পৌরসভা দলের খেলোয়াড় আরিফ খান।