সংযুক্ত আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় রাঙ্গুনিয়ার প্রবাসী জামাল উদ্দিন (৩০) মারা গেছেন। তিনি রাঙ্গুনিয়া উপজেলার লালানগর ইউনিয়নের আমড়া কাটার বাড়ি এলাকার মৃত ওহাব মিয়ার সন্তান।
গত বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল ১১টার দিকে আরব আমিরাতের শারজাহ প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে। জামালের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন তার চাচাত ভাই মো. দিদার আলম।
আবুধাবি প্রবাসী একই এলাকার মো. আব্দুল মুমিন জামাদার জানান, ঘটনাটি আমার দোকানের সামনে ঘটে, জামাল রাস্তা পার হতে গেলে হঠাৎ একটি মালবাহী গাড়ি তাকে চাপা দেয়। পরে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জামালের চাচাত ভাই মো. দিদার জানান, জামালের পরিবারে তিন বোন ও তার সহধর্মিণী রয়েছে। দুই বোনের বিয়ে হলেও এখন বর্তমানে এক বোন ঘরে রয়েছে। জামালের মা বাবা অনেক আগেই মারা গেছেন।










