আমিরাতে বেস্ট কোরানিক ফ্যামিলি অ্যাওয়ার্ড পেলেন চকরিয়ার মীর কামাল

লামা প্রতিনিধি | শনিবার , ২৯ মার্চ, ২০২৫ at ৪:১৭ অপরাহ্ণ

আমিরাতে বেস্ট কোরানিক ফ্যামিলি অ্যাওয়ার্ড পেলেন প্রবাসী বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার চকরিয়া উপজেলা বিশিষ্ট ব্যক্তি ও বানিয়ারছড়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাফেজ মাওলানা মীর কামালের পরিবারকে বেস্ট কোরানিক ফ্যামিলি অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

শনিবার (২৯ মার্চ) সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত কোরআন প্রতিযোগিতা ২০২৫-এর সমাপনী দিনে এক বর্ণাঢ্য পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিভিন্ন মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের সূত্রে জানা গেছে, মীর কামাল একজন আধুনিক ইসলামী শিক্ষাবিদ হিসাবে পরিচিত এবং সন্তানরা কোরআন হেফজ সম্পন্ন করে আমিরাত সরকারের সনদ অর্জন করায় এই বিশেষ সম্মাননা দেওয়া হয়।

এটি প্রবাসী বাংলাদেশি মুসলমানদের জন্য গর্বের এক অনন্য স্বীকৃতি হিসেবে মনে করছেন সংশ্লিষ্টরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন দেশের ধর্মীয় ব্যক্তিত্ব, শিক্ষাবিদ ও সরকারি প্রতিনিধি’সহ প্রমুখ। তারা মীর কামাল পরিবারের ধর্মীয় ও শিক্ষামূলক অবদানের প্রশংসা করেন। এই স্বীকৃতি পাওয়ায় মীর কামাল ও তার পরিবার কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও কোরআন শিক্ষা ও প্রচারে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। বাংলাদেশের কমিউনিটির পক্ষ থেকে তার দীর্ঘ হায়াত ও সুস্বাস্থ্য কামনা করা করছি।

মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাফেজ মাওলানা মীর কামাল বিশেষ সম্মাননা পেয়ে সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমি সবার মতামত এবং আবেগকে সম্মান করি, কিন্তু আমাদের মনে রাখতে হবে যে ধর্মীয় ও শিক্ষামূলক অবদানে কাজ করে।

এই ধরনের কাজের মাধ্যমে আমরা তাদের সমাজের চোখে বড় করে দেখছি, বরং তাদের সম্মান অর্জনগুলিকে উদযাপন করি। আসুন আমরা ধর্মীয় ও শিক্ষামূলক মর্যাদা সহকারে সম্মান করি, তাদের উত্তরাধিকার রক্ষা করি এবং তাদের প্রতিষ্ঠিত মূল্যবোধগুলিকে টিকিয়ে রাখতে একসঙ্গে কাজ করি। আল্লাহ আমাদেরকে জ্ঞান এবং বোঝার তৌফিক দিন, যেন আমরা একটি শ্রদ্ধা, সম্প্রীতি এবং সম্মিলিত অগ্রগতির ভিত্তিতে গড়া ধর্মীয় ও শিক্ষামূলক সমাজ গড়ে তুলতে পারি ছুম্মা আমিন।

পূর্ববর্তী নিবন্ধলামায় অবৈধ ২টি ইটভাটায় অভিযানে জরিমানা
পরবর্তী নিবন্ধফয়’স লেক এ্যামিউজমেন্ট পার্কের নতুন রাইডে আনন্দে মেতে উঠে হোক ঈদ উদযাপন