আমিরাতে বিদ্যুৎস্পৃষ্টে রাউজান প্রবাসীর মৃত্যু

রাউজান প্রতিনিধি | রবিবার , ৩ সেপ্টেম্বর, ২০২৩ at ৬:২৪ পূর্বাহ্ণ

শাহরিয়ার শাদমান (২২) নামের রাউজানের এক প্রবাসী সংযুক্ত আরব আমিরাতের আজমানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে। গতকাল শনিবার দুপুরে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নোয়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান বাবুল মিয়া। নিহত প্রবাসী নোয়াপাড়া ইউনিয়নের নিরামিশ পাড়ার প্রবাসী জানে আলমের একমাত্র পুত্র।

স্থানীয় ইউপি সদস্য নুরুল ইসলাম বলেছেন, শাদমান গত আট মাস আগে প্রবাসে গিয়েছিলেন। কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি মারা যাওয়ার সংবাদ পরিবারে পৌঁছালে পরিবারের সদস্যদের আহজারি শুরু হয়। শাদমান নোয়াপাড়া পথেরহাট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জসিম উদ্দিনের ভাগিনা ও গ্রামের প্রয়াত সমাজ সেবক সৈয়দ আহমেদের নাতি।

পূর্ববর্তী নিবন্ধডেঙ্গু সচেতনতায় পাঠানটুলিতে যুব ব্রিগেডের প্রচারণা
পরবর্তী নিবন্ধডেঙ্গু আক্রান্ত রোগীদের চিকিৎসা ও খাদ্য সামগ্রী বিতরণ