আমিরাতে বিজয় দিবস উপলক্ষে টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট

| সোমবার , ২২ ডিসেম্বর, ২০২৫ at ১০:৪০ পূর্বাহ্ণ

সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের মহান বিজয় দিবস উপলক্ষে সমপ্রতি এক বর্ণাঢ্য টিটোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করে বাংলাদেশ স্পোর্টস অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশন। এতে প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করেন। টুর্নামেন্টের উদ্বোধন করেন দুবাইয়ে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেটের কমার্শিয়াল কাউন্সিলর আশীষ কুমার সরকার। মো. শাহাবুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিআইপি মোহাম্মদ জাকির, উপদেষ্টা মোহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী, ওমর ফারুক, মাকসুদুর রহমান বিপ্লব, ফিরোজ আহমেদ নয়ন, ফিরোজ খান, লোকমান খান, মুফতি মাসুম বিল্লাহ, নাসির উদ্দিন ও দুলাল সরকার। এছাড়াও আজমানে বাংলাদেশ স্পোর্টস অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ শাহপরান বিন সাত্তার, সাধারণ সম্পাদক মোহাম্মদ সালেহ উদ্দিন রাজু, অর্থ সম্পাদক বাবর, প্রচার সম্পাদক সোহাগ প্রমুখ উপস্থিত ছিলেন। দিনব্যাপী এই ক্রিকেট টুর্নামেন্টে চারটি দল অংশগ্রহণ করে। বাংলা টাইগার দলের নেতৃত্ব দেন মোহাম্মদ সালেহ উদ্দিন রাজু, ইয়ংস্টার দলের নেতৃত্বে ছিলেন মোহাম্মদ শাহপরান, স্বাধীন বাংলাদেশ দলের অধিনায়ক ছিলেন রাজিব এবং নিউ বাগদাদ দলের নেতৃত্ব দেন ফাহিম। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল ম্যাচে স্বাধীন বাংলাদেশ দল ৫৫ রানে নিউ বাগদাদ দলকে পরাজিত করে শিরোপা জেতে। ফাইনাল ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন ইমন এবং টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন মাহফুজ।

পূর্ববর্তী নিবন্ধরাইজিং স্টার ফুটবল একাডেমির সভা
পরবর্তী নিবন্ধ২৫৩ বছরের ইতিহাসে প্রথম কীর্তি কনওয়ে-ল্যাথামের রেকর্ডময় দিন