আমিরাতে বাংলাদেশ খেলবে দুটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ

ক্রীড়া প্রতিবেদক | শুক্রবার , ১৬ সেপ্টেম্বর, ২০২২ at ৬:৫৫ পূর্বাহ্ণ

একদিন আগে বিশ্বকাপের দল ঘোষনার সময় বিসিবির কাছে দেশের বাইরে কোথাও অনুশীলন ক্যাম্প করার আবেদন করেছিল টিম ম্যানেজমেন্ট। সেই পরিকল্পনার পথ ধরে এগিয়ে প্রস্তুতিতে যোগ হলো নতুন মাত্রা। দুবাইয়ে অনুশীলন ক্যাম্পের ফাঁকে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ। আর এই ম্যাচ দুটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি। আগামী বৃহস্পতিবার এই অনুশীলন ক্যাম্পের জন্য দুবাইয়ে যাবে বাংলাদেশের বিশ্বকাপ দল। বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরি জানিয়েছেন সূচি চূড়ান্ত না হলেও ২৫ ও ২৭ সেপ্টেম্বর হতে পারে ম্যাচ দুটি। তবে এই অনুশীলন পর্বে ও দুই ম্যাচের সিরিজে অধিনায়ক সাকিব আল হাসানকে পাওয়া নিয়ে আছে বড় অনিশ্চয়তা। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে খেলতে তাকে আগেই ছুটি দিয়ে রেখেছে বোর্ড। তার ব্যাপারে টিম ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নেবে বলে জানালেন বোর্ডের প্রধান নির্বাহী।
গত মঙ্গলবার বিসিবিতে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবি প্রধান নাজমুল হাসান জানিয়েছিলেন টিম ম্যানেজমেন্টের চাওয়া পূরণে দেশের বাইরে কোথাও প্রস্তুতি পর্বের আয়োজন করতে যাচ্ছে বোর্ড। তবে তখনও পর্যন্ত চূড়ান্ত ছিল না কোথায় হবে এই ক্যাম্প। বিসিবির প্রধান নির্বাহী গতকাল সংবাদ সম্মেলনে নিশ্চিত করলেন, দুবাই স্পোর্টস সিটিতে অনুশীলন করবে দল। অস্ট্রেলিয়ায় বিশ্বকাপের জন্য আরব আমিরাতে ক্যাম্প করে কতটা ফলপ্রসূ হবে সেই প্রশ্ন থাকছেই। তবে প্রধান নির্বাহী বললেন, কন্ডিশনের চেয়ে নিজেদের স্কিল শানিত করার জন্যই এই ক্যাম্প আয়োজন করা হচ্ছে। আসলে কন্ডিশনের চেয়েও গুরুত্বপূর্ণ হলো এখানে আবহাওয়ার কারণে খুব একটা সুযোগ আমরা পাইনি প্র্যাকটিসের। এই বিষয়গুলো বিবেচনা করেই এটা টিম ম্যানেজমেন্টের পরিকল্পনা। সে অনুযায়ী আমাদের ব্যবস্থা করতে হচ্ছে। কন্ডিশনের চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে, ম্যাচ পরিস্থিতি এবং অন্যান্য যে অনুশীলন সুবিধা দুবাই স্পোর্টস সিটিতে আছে সেগুলো আমরা কাজে লাগাতে পারব।

পূর্ববর্তী নিবন্ধ‘মাদার তেরেসা’ পুরস্কার শেখ কামালকে উৎসর্গ করলেন তরফদার রুহুল আমীন
পরবর্তী নিবন্ধসেমিতে বাংলাদেশের সামনে আজ ভুটান