আমিরাতে প্রথমবার লটারি কিনে ৬৬ কোটি টাকা জিতলেন বাংলাদেশি দর্জি

| মঙ্গলবার , ৫ আগস্ট, ২০২৫ at ৬:৫৭ পূর্বাহ্ণ

বিগ টিকেট লটারির সর্বশেষ ড্রতে ২ কোটি দিরহামের জ্যাকপট জিতে নিয়েছেন দেড় যুগ ধরে দুবাইয়ে থাকা বাংলাদেশি এক দর্জি। ২ কোটি দিরহাম, মানে বাংলাদেশি মুদ্রায় পুরস্কার মূল্য দাঁড়াচ্ছে প্রায় ৬৬ কোটি টাকা। প্রথমবার টিকেট কিনেই লটারিতে এমন বাজিমাত করেছেন সবুজ মিয়া আমির হোসেন দেওয়ান। তিনি গত ১৮ বছর ধরে দুবাইয়ে প্রবাসী। দর্জিগিরির সীমিত আয় দিয়ে বাংলাদেশে থাকা পরিবারকে টানতে ক্লান্তিহীনভাবে কাজ করে যাচ্ছিলেন তিনি। খবর বিডিনিউজের।

নিজের জীবনের কথা শেয়ার করে ৩৬ বছর বয়সী নতুন এ কোটিপতি খালিজ টাইমসকে বলেন, ‘এটাই প্রথমবার আমি টিকেট কিনেছি, নিজের জন্যই কিনেছি। আশপাশের বন্ধুবান্ধব থেকে প্রায়ই বিগ টিকেটের কথা শুনতাম। তাই ভাবলাম, একটা সুযোগ নিয়েই দেখি না কেন? এরপর আবু ধাবি গেলাম এবং সেখানকার দোকান থেকে টিকেটটা কিনলাম।’

জ্যাকপট জেতার খবরে হতবিহ্বল হয়ে পড়া এ বাংলাদেশি বলেন, ‘আমি একজন সামান্য দর্জি, অল্প আয়ে জীবন চালাই। আর সেই আমি এত টাকা জিতেছি, আমার মনের অবস্থা আপনি একবার কল্পনা করে দেখুন। এই জয় আমার পরিবারের ভবিষ্যৎ পুরোপুরি বদলে দেওয়ার সুযোগ সৃষ্টি করেছে।’

পূর্ববর্তী নিবন্ধদেশে প্রথমবারের মতো কক্সবাজার রেল স্টেশনে বসল স্ক্যানার
পরবর্তী নিবন্ধপ্রেমিকার সঙ্গে মনোমালিন্য, যুবকের আত্মহত্যা