আমিরাতে কর্ণফুলী ক্রীড়া পরিষদের ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্ট শুরু

| শনিবার , ২২ জুন, ২০২৪ at ৫:৪৯ পূর্বাহ্ণ

সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে তিন জাতি ফুটবল টুর্নামেন্ট গত সোমবার রাতে দুবাই গ্যাসেস সুপার এলিভেন ফুটবল স্টেডিয়ামে শুরু হয়েছে। এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে আরব আমিরাত, ওমান ও কাতারের ফুটবল দল। প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের সভাপতি সৈয়দ মোহাম্মদ আজিম উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাসুদ করিম সুমন এর সঞ্চালনায় টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুবাই নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কনস্যুলেটের শ্রম কাউন্সিলর আবদুস সালাম। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন প্রবাসী রাঙ্গুনিয়া সমিতি দুবাই উত্তর আমিরাত কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা আলহাজ্ব জালাল উদ্দিন মদিনা, প্রবাসী রাঙ্গুনিয়া সমিতি দুবাই উত্তর আমিরাত কেন্দ্রীয় কমিটির সভাপতি মাওলানা ফজলুল কবির চৌধুরী, প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের প্রধান উপদেষ্টা নাসির উদ্দিন বাবর, প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ ওসমান, প্রবাসী রাঙ্গুনিয়া সমিতির সাধারণ সম্পাদক সাংবাদিক সাইফুল ইসলাম তালুকদার, টুর্নামেন্টের আহ্বায়ক মোঃ শফিউল আলম, সদস্য সচিব এস এম আব্দুল মাবুদ, সহসভাপতি কামাল হোসেন, মোহাম্মদ সেকান্দার, উপদেষ্টা মোহাম্মদ ফয়েজ, দপ্তর সম্পাদক কামাল উদ্দিন, মোহাম্মদ জসিম, শামসুল হক প্রমুখ। খেলায় দুবাইতে ৮টি টিমের মধ্যে চ্যাম্পিয়ন হয় সুপারস্টার ফুটবল একাদশ () এবং রানার্স আপ সেভেন স্টার ফুটবল একাদশ ()। কাতারে চ্যাম্পিয়ন হয় জোন চট্টগ্রাম ফ্রেন্ডস ক্লাব ফুটবল একাদশ বনাম স্বপ্নচূড়া ফুটবল একাদশ () । ওমান লেওয়া জাহিয়া চ্যাম্পিয়ন সানাইয়া নাইন স্টার ক্লাব ফুটবল একাদশ () রানার্স আপ লেওয়া সেভেন স্টার ফুটবল একাদশ () । ওমান আল মুসানা চ্যাম্পিয়ন প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদ ফুটবল একাদশ () রানার আপ হয়। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন শওকত। সেরা গোলদাতা শওকত। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধমাহমুদউল্লাহ রিয়াদের অস্বস্তির রেকর্ড
পরবর্তী নিবন্ধঅবিশ্বাস্য জোড়া গোল মিস করলেও করিয়েছেন একটি সহজ জয়ে কোপা শুরু চ্যাম্পিয়ন আর্জেন্টিনার