সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ইয়াং স্টার দিব্বাহ ফুটবল টুর্নামেন্ট। গত ২১ ডিসেম্বর রাতে দিব্বাহ আল নাহাদা ফুটবল স্টেডিয়ামে আয়োজিত এই টুর্নামেন্টে সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন এলাকার ফুটবল দল অংশগ্রহণ করে। টুর্নামেন্টের ফাইনাল খেলায় মুখোমুখি হয় শাহজালাল এফসি ফুজেইরা ও মুরাব্বা এফসি। নির্ধারিত সময়ের খেলায় কেউ গোলের দেখা পায়নি। ফলে ম্যাচটি গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে শাহজালাল এফসি ২–১ গোলে মুরাব্বা এফসিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। ফাইনালে শাহজালাল এফসির শামিম আহমেদ ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন এবং মুরাব্বা এফসির রিপন আহমেদ টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার অর্জন করেন। সেরা গোলরক্ষক নির্বাচিত হন শামীম। টুর্নামেন্টের উদ্বোধন করেন সিআইপি নূর খান। আমিন আলীর সভাপতিত্বে এবং খলিলুর রহমান খলুর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন কবির আহমেদ, শাহিন আহমেদ, ক্যাপ্টেন মারুফ আহমেদ, ইয়াং স্টার দিব্বা সভাপতি আকবর হোসেন, সাধারণ সম্পাদক কাউসার হামিদ, অর্থ সম্পাদক আবদুর রাজ্জাক, প্রচার সম্পাদক রেজা আহমেদ,প্রবাসী সাংবাদিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম তালুকদার প্রমুখ। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেওয়া হয়।












