আমিরভাণ্ডারে ঈদে মিলাদুন্নবী মাহফিলের প্রস্তুতিসভা

| শনিবার , ১৯ জুলাই, ২০২৫ at ১০:৫৯ পূর্বাহ্ণ

পটিয়া আমির ভাণ্ডার দরবারে হিজরী সন মোতাবেক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেলাদত শরীফের ১৫০০ বছর উদযাপন উপলক্ষে ২৩তম ১২ দিনব্যাপি ঈদে মিলাদুন্নবী (সা.) ও খতমে সালাওয়াতে রাসুল (সা.) মাহফিলের প্রস্তুতি সভা গাউছিয়া আমির মনজিলে গত বুধবার অনুষ্ঠিত হয়।

প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন মাহফিলের প্রধান পৃষ্ঠপোষক আল্লামা সৈয়দ ফরিদুল আবছার আমিরীর মেঝ ছাহেবজাদা সৈয়দ মোরশেদুজ্জমান আমিরী।

এতে আগামী ০১ হতে ১২ রবিউল আউয়াল রজনী ও ২৪ আগষ্ট রবিবার হতে ০৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য মাহফিলকে সফলভাবে সম্পন্ন করার জন্যে সকলের উপস্থিতি এবং সার্বিক সহযোগিতা কামনা কামনা করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাউজানে দুই ঘরে স্বর্ণালংকারসহ নগদ টাকা চুরি
পরবর্তী নিবন্ধনিজের জীবন উৎসর্গ করে মুক্তির পথ তৈরি করাই শোহাদায়ে কারবালার শিক্ষা