আমিরবাগ রিক্রিয়েশন ক্লাবের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

| রবিবার , ২৮ মার্চ, ২০২১ at ৯:২০ পূর্বাহ্ণ

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আমিরবাগ রিক্রিয়েশন ক্লাবের উদ্যোগে গত ২৬ মার্চ আমিরবাগ আবাসিক এলাকায় চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন আমিরবাগ রিক্রিয়েশন ক্লাবের সভাপতি মো. মাসুদ খান। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক আজাদীর সিনিয়র রিপোর্টার শুকলাল দাশ, বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের প্রফেসর জাহেদ আলী যুবরাজ, আমিরবাগ রিক্রিয়েশন ক্লাবের উপদেষ্টা শহিদুল ইসলাম চৌধুরী। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল্লাহ, ইফতিখার, জিহান, ইহাম, ইমরান, ফয়েজ, ফাহিম সহ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআকবরী বেগম
পরবর্তী নিবন্ধবান্দরবানে সেনানিবাসের র‌্যালি