আমিরবাগ রিক্রিয়েশন ক্লাব আয়োজিত ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা গত শনিবার অনুষ্ঠিত হয়েছে। উক্ত ফাইনাল খেলায় সিডিএ টিম চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। টুর্নামেন্টে রানার্স আপ হয়েছে ব্রাদার্স। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল খেলাটি স্থানীয় মাঠে অনুষ্ঠিত হয়।
খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী এবং বিজিত দলের মাঝে পুরষ্কার বিতরণ করেন আমিরবাগ রিক্রিয়েশন ক্লাবের সাবেক সভাপতি ফয়সাল মনির চৌধুরী। এসময় ক্লাবের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। খেলাটি পরিচালনা করেন আবদুল্লাহ।