নগরীর অভিজাত এলাকা আমিরবাগ আবাসিকে আরো একটি নতুন প্রকল্প নির্মাণের উদ্যোগ নিয়েছে সিপিডিএল। গত ২৫ ডিসেম্বর সিপিডিএল পরিবার ও ভূমি মালিক সাহার বানু বাশারের পরিবারের সাথে চুক্তি স্বাক্ষরিত হয়। তাঁদের আমিরবাগ আবাসিক এলাকার ২ নং রোডস্থ সি/২১ প্লটের যৌথ উন্নয়নের লক্ষ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়। এ উপলক্ষে অনুষ্ঠানে ভূমি মালিকগণ সিপিডিএলের প্রতি তাঁদের আস্থ প্রকাশ করে গ্রাহকপ্রিয়তার প্রশংসা করেন। সিপিডিএলের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ইঞ্জিনিয়ার ইফতেখার হোসেন যথার্থ মান ও সঠিক সময়ে প্রকল্প উন্নয়নের প্রত্যয় ব্যক্ত করেন। যথাযথ অনুমোদন ও পরিকল্পনা সাপেক্ষে আইকনিক এ প্রকল্পটি শিগগির সাধারণের জন্য উন্মুক্ত করা হবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিপিডিএলের ডিরেক্টর রেজাউল করিম, চিফ বিজনেস অফিসার জিয়াউল হক খানসহ সিপিডিএলের অন্যান্য সদস্যরা। প্রেস বিজ্ঞপ্তি।