আমিরবাগে সিপিডিএলের আরো একটি নতুন প্রকল্প

| মঙ্গলবার , ২৯ ডিসেম্বর, ২০২০ at ৬:৩৩ পূর্বাহ্ণ

নগরীর অভিজাত এলাকা আমিরবাগ আবাসিকে আরো একটি নতুন প্রকল্প নির্মাণের উদ্যোগ নিয়েছে সিপিডিএল। গত ২৫ ডিসেম্বর সিপিডিএল পরিবার ও ভূমি মালিক সাহার বানু বাশারের পরিবারের সাথে চুক্তি স্বাক্ষরিত হয়। তাঁদের আমিরবাগ আবাসিক এলাকার ২ নং রোডস্থ সি/২১ প্লটের যৌথ উন্নয়নের লক্ষ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়। এ উপলক্ষে অনুষ্ঠানে ভূমি মালিকগণ সিপিডিএলের প্রতি তাঁদের আস্থ প্রকাশ করে গ্রাহকপ্রিয়তার প্রশংসা করেন। সিপিডিএলের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ইঞ্জিনিয়ার ইফতেখার হোসেন যথার্থ মান ও সঠিক সময়ে প্রকল্প উন্নয়নের প্রত্যয় ব্যক্ত করেন। যথাযথ অনুমোদন ও পরিকল্পনা সাপেক্ষে আইকনিক এ প্রকল্পটি শিগগির সাধারণের জন্য উন্মুক্ত করা হবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিপিডিএলের ডিরেক্টর রেজাউল করিম, চিফ বিজনেস অফিসার জিয়াউল হক খানসহ সিপিডিএলের অন্যান্য সদস্যরা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঅলংকার মোড়ে চার হাজার ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধআইএফআইসি ব্যাংকের চকরিয়া ও কেরানীহাট শাখা উদ্বোধন