আমিরবাগে উইকন জে এম সাউথ লন প্রকল্পের উদ্বোধন

| মঙ্গলবার , ৮ আগস্ট, ২০২৩ at ৬:১৫ পূর্বাহ্ণ

নগরীর অভিজাত আবাসিক এলাকা আমিরবাগে গ্রাউন্ড ব্রেকিংয়ের মধ্যে দিয়ে শুরু হলো উইকন প্রপার্টিজের আবাসন প্রকল্প ‘উইকন জে এম সাউথ লন’ প্রকল্পের কাজ। আমিরবাগ আবাসিক এলাকার ১ নং সড়কে পবিত্র কোরআন থেকে তেলওয়াতের মধ্যে দিয়ে ১২ তলা বিশিষ্ট নান্দনিক আভিজাত্যে গড়া এই আবাসন প্রকল্পটির নির্মাণ কাজের উদ্বোধন ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে অতিথি ছিলেন ল্যান্ড ওনার ডা. জাহানারা বেগম, ডা. খোদেজা পারভীন, ডা. ফাতেমা পারভীন, আবদুল্লাহ মঈনুদ্দিন, ডা. মো. তাসলিম উদ্দীন, ডা. শাহরিয়ার কবির খান, ওয়ার্ড কাউন্সিলর গিয়াস উদ্দীন, আমিরবাগ আবাসিক এলাকার প্রেসিডেন্ট মো. লোকমান, ম্যাক্স হাসপাতালের মেডিকেল ডিরেক্টর ডা. আবুল কাশেম মাসুদ, জে এম সাউথ লন প্রজেক্টের ক্লায়েন্টস ডা. তৌহিদুল আনোয়ার খান, সিরাজুল মনোয়ার, মো. শরীফুল আলম।

এছাড়াও উপস্থিত ছিলেন পিটুপি এবং উইকন চেয়ারম্যান সাদমান সাঈকা সেফা, ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা আশরাফুল ইসলাম আলভী, পরিচালক মোস্তফা আমিনুল ইসলাম, পরিচালক স্থপতি মাহাদী ইফতেখার, প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফাহিম, পরিচালক স্থপতি রতন মন্ডল, পরিচালক প্রকৌশলী মোহাম্মদ নাজিম উদ্দিন খান, হেড অব বিজনেস অপারেশন অ্যান্ড ডেভলপমেন্ট নাজমুল বিন আবেদীন, সিটিও দেবাশীষ পাল, উইকন ডিজিএম মোহাম্মদ মনিরুজ্জামান শাকিল, উইকন এজিএম মোহাম্মদ মাসুদ চৌধুরীসহ পিটুপির ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় গণমাণ্য ব্যাক্তিবর্গ।

উইকন প্রপার্টিজের পরিচালক স্থপতি মাহাদী ইফতেখার জানান, চট্টগ্রামে আধুনিক এবং নান্দনিক স্থাপত্যশৈলীর আবাসন নির্মাণ এবং দ্রুত সময়ে ঝামেলাহীনভাবে অ্যাপার্টমেন্ট ক্রেতাদের হাতে তুলে দিতেই উইকন প্রপার্টিজ যাত্রা শুরু করে।

উইকন এক ছাদের নিচে নিয়ে এসেছে প্ল্যানিং ডিজাইন, ফার্স্ট কনস্ট্রাকশন অ্যান্ড ফিনিশিং ম্যাটেরিয়ালস, ইনহাউজ আর্কিটেক্ট কনস্ট্রাকশন টিম, ইন্টেরিয়র সলিওশনসহ আবাসন শিল্পের যাবতীয় সবকিছুই। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপানিবন্দি মানুষের মাঝে স্বেচ্ছাসেবক লীগের খাবার বিতরণ
পরবর্তী নিবন্ধশিল্পপতি আনোয়ারুল আজিম চৌধুরীর ৯ম মৃত্যুবার্ষিকী আজ