বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক মো. মহিউদ্দিন মুকুলের নেতৃত্বে শুক্রবার (৩১ অক্টোবর) ৪৩নং আমিন শিল্পাঞ্চল এলাকায় মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মিছিলটি নগরীর আমিন শিল্পাঞ্চল এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন ৪৩নং আমিন শিল্পাঞ্চল সাংগঠনিক ওয়ার্ড যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. সুমন, পাঁচলাইশ থানা যুবদলের সাবেক সিনিয়র সদস্য মো. কোরবান আলী, রহিম, ইব্রাহিম খলিল, মো. বিপ্লব, আমিন শিল্পাঞ্চল ইউনিট যুবদলের সাবেক আহ্বায়ক মো. মানিক, সদস্য সচিব মো. রাজু, ৪৩নং ওয়ার্ড যুবদল নেতা মো. শাকিল, ইউনুছ, আলম মাঝি, মো. ইব্রাহিম, মোকাদ্দেস, সিদ্দিক মাঝি, কবির মাঝি, নজু, আলম, মো. আরিফ, মো. রাকিব, উমর ফারুক, রৌফাবাদ ইউনিট যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. জিবন মিয়া, মো. জাহেদ, মো. সাজু, শহীদ, বাবু প্রমুখ। সমাবেশে মহিউদ্দিন মুকুল বলেন, সাংগঠনিক সচেতনতা বৃদ্ধি করে সংগঠনকে শক্তিশালী করতে হবে এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় রাজপথে থাকার জন্য নির্দেশনা দেন। জাতীয়তাবাদী ছাত্রদল অতীতে যেভাবে এই দেশের ক্রান্তিকালে অগ্রণী ভূমিকা পালন করেছিল, ঠিক তেমনি বর্তমানে ছাত্রদলকে দায়িত্ব পালনের জন্য প্রস্তুতি নিতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।












