‘মন চায় একদিন, সবকিছু ছেড়ে নীরবে কোথাও হারিয়ে যাই, কেউ খুঁজবেও না, আমিও ফিরে আসবো না…!’
নিজের ফেসবুক ওয়ালে গত ৪ জুলাই এই পোস্ট দিয়েছিলেন তোফায়েল আহমেদ (৩২) প্রকাশ বাপ্পী। নিজের সেই পোস্টের ১১ দিনের মাথায় গত মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে নগরের টাইগার পাস এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হলেন তোফায়েল বাপ্পী। তিনি নগরীর পুরাতন চান্দগাঁও এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে টাইগারপাস মোড়ে একটি সড়ক বিভাজকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি সড়কের পাশে স্লোপে পড়ে যায়। এতে চালক তোফায়েল গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, দুর্ঘটনায় আহত এক যুবককে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কোতোয়ালী থানা পুলিশ জানায়, দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। মোটরসাইকেলটি পুলিশের হেফাজতে রাখা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।