আমার স্বামীই হারুন স্যারকে প্রথমে মারধর করেছেন : এডিসি সানজিদা

| বুধবার , ১৩ সেপ্টেম্বর, ২০২৩ at ৬:৩০ পূর্বাহ্ণ

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব (এপিএস) আজিজুল হক মামুনই প্রথমে পুলিশের সাময়িক বরখাস্ত অতিরিক্ত উপকমিশনার (এডিসি) হারুন অর রশিদকে মারধর করেছেন বলে অভিযোগ করেছেন এডিসি সানজিদা আফরিন। বেসরকারি চ্যানেল আই অনলাইনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ দাবি করেন। গতকাল মঙ্গলবার সাক্ষাৎকারটি তাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে প্রচার করা হয়। সেখানে গত শনিবারের ঘটনার বিস্তারিত বর্ণনা দেন এডিসি সানজিদা আফরিন। শাহবাগ থানায় নিয়ে ছাত্রলীগের দুই নেতাকে মারধরের ঘটনার সূত্রপাত প্রসঙ্গে এডিসি সানজিদা বলেন, আমার স্বামীই হারুন স্যারকে প্রথমে আঘাত করেছেন। খবর বাংলানিউজের।

সানজিদা আফরিন ৩৩তম বিসিএসের কর্মকর্তা। তিনি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ক্রাইম বিভাগে এডিসি হিসেবে দায়িত্বে রয়েছেন। তিনি আজিজুল হক মামুনের স্ত্রী। বারডেম হাসপাতালে ঘটনার সূত্রপাত প্রসঙ্গে তিনি বলেন, আমি বেশ কয়েকদিন ধরে সিভিয়ার চেস্ট পেইনে ভুগছিলাম। সেদিন পেইনটা একটু বেশিই অনুভূত হচ্ছিল। তাই তখন আমার একজন ডাক্তার দেখানোর দরকার ছিল। আমি ল্যাব এইডের যে ডাক্তারকে দেখাই তিনি দেশের বাইরে থাকায় বারডেমে কাউকে দেখানোর সিদ্ধান্ত নেই। ডাক্তারের সিরিয়াল পাওয়ার জন্য আমি স্যারের (এডিসি হারুন) হেল্প চেয়েছিলাম। সানজিদা জানান, এক পর্যায়ে এডিসি হারুন হাসপাতালে গেলে একটা ডাক্তার ম্যানেজ হয়। এরপর ডাক্তার কিছু টেস্ট দিলে সানজিদা ব্লাড টেস্টের জন্য স্যাম্পল দেন। ইকো টেস্ট আর ইসিজি করানো হয়।

তিনি বলেন, এ ঘটনার সময় আমি যে রুমে ইটিটি করানো হয় সেই রুমে ছিলাম। ইটিটি করানোর ১৫২০ মিনিট পর আমি বাইরে একটা হট্টগোলের শব্দ শুনি। প্রথম যে সাউন্ডটা কানে আসে যে স্যারই চিৎকার করে বলছেন ‘ভাই আপনি আমার গায়ে হাত তুললেন কেন? আপনি তো আমার গায়ে হাত তুলতে পারেন না’। আমার প্রথমে ধারণা হয়েছিল যে হয়তো অন্য কারও সঙ্গে ঝামেলা। কিন্তু এর কিছুক্ষণ পর আমি দেখতে পাই আমার হাজবেন্ড, উনি আসলে ওখানে কী করছিলেন কেন গিয়েছিলেন আমি জানি না। খুবই উত্তেজিত ছিলেন। ওনার সঙ্গে আরও কয়েকজন ছেলে ছিল, আমি আসলে তাদের চিনি না। তারা স্যারকে মারতে মারতে ইটিটি রুমে নিয়ে এলেন। তখন আমি শাউট করছিলাম।

সানজিদা বলেন, এরপর আমার হাজবেন্ড তার সঙ্গে থাকা লোকজনকে বললেন, ‘এই ভিডিও কর’। এরপর ২৩ জন ফোন বের করে ভিডিও করা শুরু করেন। যখন তারা ভিডিও শুরু করে তখন আমি আমার হাজবেন্ড এবং তার সঙ্গে থাকা লোকজনের সঙ্গে চিল্লাচিল্লি শুরু করছিলাম। কারণ আমি চাচ্ছিলাম না ইটিটির পোশাকে থাকা অবস্থায় কেউ আমার ভিডিও করুক।

এরপর স্যার কিছুক্ষণ অপেক্ষা করছিলেন। তখন হাসপাতালের সিকিউরিটির লোকজনও এলেন। এর ১০১৫ মিনিট পর ফোর্স এলে তারা সেখান থেকে বের হয়ে যায়।

আপনি অসুস্থ সেটা আপনার হাজবেন্ড জানতেন কিনা, জানতে চাইলে সানজিদা বলেন, আমি অসুস্থ সেটা আমার হাজবেন্ড জানতেন। কিন্তু আমি যে সেদিনই ডাক্তার দেখাতে যাবো সেটা তিনি জানতেন না। সবসময় তো পরিস্থিতি সেরকম থাকে না যে আমি তার সঙ্গে শেয়ার করবো। যেহেতু আমার সিভিয়ার পেইন হচ্ছিল তাই আমি নিজেই ডাক্তারের কাছে গিয়েছি। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ ঘটনার পর হাজব্যান্ডের সঙ্গে আমার আর কোনো কথা হয়নি। আমি আমার অফিসেই আছি।

পূর্ববর্তী নিবন্ধপাহাড়তলীতে আ.লীগ নেতাকে হত্যা : সেই যুবলীগ নেতা ছেলেসহ গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধএক প্রতিষ্ঠানের এমডিসহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা