গীতিকার, অধ্যক্ষ চৌধুরী আবদুল হালিমের লেখা সংগীত বিষয়ক গ্রন্থ ‘আমার শত গান’ বইয়ের মোড়ক উন্মোচন ও প্রকাশনা অনুষ্ঠান গতকাল সোমবার চট্টগ্রাম একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। চবি প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. চৌধুরী মুনিরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দৈনিক আজাদীর চিফ রিপোর্টার হাসান আকবর। প্রধান আলোচক ছিলেন সাংবাদিক আলমগীর সবুজ। জাকিয়া উম্মে তোহফার সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন, রিডার্স স্কুলের চেয়ারম্যান মঈনুদ্দীন কাদের লাভলু। বিশেষ অতিথি ছিলেন, কবি সেলিনা শেলী, অধ্যক্ষ নজরুল ইসলাম খান, কলামিস্ট মুসা খান, মোস্তফা রেজাউল মুনির। আলোচনায় অংশ নেন, উপাধ্যক্ষ আবদুল্লাহ ওমর ফারুক, মো. সাইফুল ইসলাম, মো. জাহাঙ্গীর হোসেন, ফাহমিদা খানম, তোফায়েল আহমেদ, পুলক বড়ুয়া, রাসেল আমিন, শাহ ইমরান, তাওকীর আলম, মো. শহীদুল্লাহ প্রমুখ। কোরআন তেলাওয়াত করেন হাফেজ কামরুল হাসান। অনুষ্ঠানে বক্তারা বলেন, বাংলা সাহিত্য সংস্কৃতির সমৃদ্ধকরণে সংগীত বিষয়ক গ্রন্থের বেশি প্রয়োজন। প্রেস বিজ্ঞপ্তি।