বাঁশখালী প্রবাসী ফাউন্ডেশনের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রতিষ্ঠাতা পরিচালক মরহুম মো. নাজিম উদ্দিন সিকদারের ইসালে ছাওয়াব কামনায় দোয়া মাহফিল, আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা, ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
গত শনিবার কালীপুর নুরজাহান কনভেনশন হলে বাঁশখালী প্রবাসী ফাউন্ডেশনের চেয়ারম্যান ইব্রাহিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন একুশে পদকপ্রাপ্ত ব্যক্তিত্ব দৈনিক আজাদীর সম্পাদক এম.এ মালেক। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোারেশনের প্রথম মেয়র ও বাঁশখালীর সাবেক সংসদ সদস্য মাহমুদুল ইসলাম চৌধুরী।
অনুষ্ঠানের শুরুতে মো. নাজিম উদ্দিন সিকদারের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিথি ছিলেন ত্রয়োদশ সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মোহাম্মদ জহিরুল ইসলাম, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ লেয়াকত আলী, ইসলামী ফ্রন্ট বাংলাদেশ সমর্থিত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আব্দুল মালেক আশরাফী, ইসলামী ঐক্যজোটের সংসদ সদস্য প্রার্থী মাওলানা মোহাম্মদ মূসা বিন ইজহার, ইসলামী আন্দোলন বাংলাদেশ সমর্থিত সংসদ সদস্য প্রার্থী মাওলানা মোহাম্মদ রুহুল্লাহ তালুকদার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাঁশখালী পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ কামরুল ইসলাম হোসাইনী, ইসলামী ফ্রন্ট বাংলাদেশের নেতা মহিউল আলম চৌধুরী, কালিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরী, বাহারছড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ লোকমান, বৈলছড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ ইব্রাহিম বিন খলিল, গন্ডামারা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ মোহাম্মদ আরিফুল্লাহ, কাথরিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম প্রবাসী ক্লাবের চেয়ারম্যান এম. এ. হেলাল উদ্দিন, মহাসচিব আব্দুল মান্নান, চট্টগ্রাম প্রবাসী উলামা সোসাইটির চেয়ারম্যান মাওলানা মোহাম্মদ বুরহান উদ্দিন রাজী, অধ্যক্ষ আবু তৈয়ব ফারুকী, অধ্যক্ষ মোহাম্মদ জসিম উদ্দিন তৈয়বী, হাফেজ মুহাম্মদ নেজাম উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি দৈনিক আজাদীর সম্পাদক এম.এ. মালেক বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতির চালিকাশক্তি। বাঁশখালী প্রবাসী ফাউন্ডেশন সামাজিক উন্নয়ন, শিক্ষা ও মানব কল্যাণে যে ভূমিকা রাখবে সেটা আমার প্রত্যাশা। তিনি বলেন, আমার কাছে যা আছে তা নিয়ে শান্তিতে থাকতে হবে. তাহলে আমরা গরীব হব না। আমাদের চাহিদা বেশি হবে না। তিনি আরো বলেন, আমরা এখানে যারা উপস্থিত আছি সকলেই সচেতন। আমাদের সন্তানদেরকে আধুনিক শিক্ষায় শিক্ষিত করে সমাজে প্রতিষ্ঠা করতে পারলে আর কোনো হতাশা থাকবে না। তিনি দেশের কল্যাণে প্রবাসীদের অবদান তুলে ধরেন।
বিশেষ অতিথি মাহমুদুল ইসলাম চৌধুরী বলেন, প্রবাসীদের ঐক্যবদ্ধ করে সমাজকল্যাণে কাজ করার ক্ষেত্রে বাঁশখালী প্রবাসী ফাউন্ডেশন একটি অনুকরণীয় সংগঠন। মরহুম নাজিম উদ্দিন সিকদার যে আদর্শ রেখে গেছেন, তা অনুসরণ করে সংগঠনটি আরও এগিয়ে যাবে–এটাই আমাদের প্রত্যাশা।
অনুষ্ঠানে সমাজসেবা, শিক্ষা, ধর্মীয় ও মানবিক কর্মকাণ্ডে বিশেষ অবদান রাখায় বেশ কয়েকজন গুণীজনকে সম্মাননা প্রদান করা হয়। পরে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।












