ডায়াবেটিস, কিডনিসহ নানা রোগে ভুগছেন গায়ক আকবর। এখন অনেকটা ভালো আছেন তিনি। কিন্তু সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন উড়ছে, মারা গেছেন আকবর। এমন গুঞ্জনে মর্মাহত হয়েছেন আকবর। ফেসবুকে তার মৃত্যুর খবরের স্ক্রিন শট শেয়ার করে তিনি লিখেছেন, আমার মৃত্যুর খবর প্রচার করে দিয়েছে। এরা কতটা নিম্ন মানসিকতার মানুষ, ভালো করে খবর না নিয়ে আমার মৃত্যুর খবর ফেসবুকে ছড়িয়ে দিলো! আমি সবার উদ্দেশ্যে বলছি, ফেসবুকটা ভালো কাজে লাগান খারাপ কাজে নয়। আকবরের মৃত্যুর খবর পেয়ে অনেকে তার মুঠোফোনে কল করেছেন। বিষয়টি উল্লেখ করে এই গায়ক লিখেন, কিছুদিন আগে ইউটিউবে আমার মৃত্যুর খবর দেখেন আমার বড় বোন। আকবর লিখেন, আমি সবার উদ্দেশ্যে বলছি, কাউকে নিয়ে কিছু প্রকাশ করার আগে নিশ্চিত হয়ে নিন। এমনিতে আমার পরিবারের সবাই আমাকে নিয়ে সবসময় চিন্তায় থাকেন। এ ধরনের খবর দেখলে তাদের মানসিক অবস্থা কেমন হয়, তা কি একবার চিন্তা করে দেখেছেন! পরবর্তীতে এ ধরনের খবর কেউ প্রকাাশ করলে আমি আইনি ব্যবস্থা নেব।