আমার মাটি আমার মা

লিপি বড়ুয়া | বুধবার , ২৩ ডিসেম্বর, ২০২০ at ৬:০৫ পূর্বাহ্ণ

স্বাধীনতা সংগ্রাম আমার জাতির জন্য একটি গৌরবউজ্জ্বল ইতিহাস। বিভিন্ন রকম শ্লোগান আমাদের বীর মুক্তিযোদ্ধাদের প্রেরণা দিত তাদের সংগ্রামী চেতনায় । শ্লোগান নিয়ে এগিয়ে যেত সম্মুখ সমরে। দেশের জন্য বীর সেনানীরা নির্দ্বিধায় বিলিয়ে দিয়েছে নিজের প্রাণ। মা মাটি দেশ অন্য কারো হতে দিবে না এই ছিল জেদ।
আমার দেশের মাটি সোনার চেয়েও খাঁটি। আমার দেশ আমার মা আমাকে মমতার বন্ধনে জড়িয়ে রাখে।ওরা আমার মুখের ভাষা কেড়ে নিতে চেয়েছে। ওরা আমার দেশকে অন্য নামে আখ্যায়িত করতে চেয়েছে। কিন্তু না আমার সবুজ বাংলার লক্ষ কোটি জনতা এই অন্যায় আবদার মেনে নেয় নি।এই দেশ বাংলাদেশ নামেই বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে এই ছিল এই দেশের মানুষের পণ। এই দেশ পাকিস্তান নামে হবে না। আমার দেশের সর্বস্তরের মানুষ ঝাঁপিয়ে পড়েছিল এই অন্যায় সিদ্ধান্তের বিরুদ্ধে। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বলিষ্ঠ নেতৃত্বে দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে লাখো শহীদের রক্তের বিনিময়ে, শত বীরঙ্গনার সম্ভ্রমের বিনিময়ে, লাখো মায়ের সন্তান হারানো নির্মম যন্ত্রণার বিনিময়ে আমরা পেলাম স্বাধীন দেশ। আমার মা মাটি পেল স্বস্তি, পেল শান্তি । বিজয়ের পতাকা আকাশ ছুঁলো। আমরা পেলাম স্বাধীন দেশের নাগরিক সম্মান। বীর শহীদ লও হাজার সালাম। এই দেশকে যারা ভালোবেসে জীবন দান করেছেন তাদের কাছে আমরা আজন্ম ঋণী। তাদের আত্মত্যাগ কখনো বৃথা যেতে দেবে না এই দেশের মানুষ। প্রাণপণে লড়বে সকল অপশক্তির বিরুদ্ধে। প্রয়োজনে আবার রুখে দাঁড়াবে মানুষ অন্যায় অবিচারের বিরুদ্ধে। তবু ও সুজলা সুফলা শস্য শ্যামলা আমার সবুজ বাংলার গায়ে আঁচড় লাগতে দেবে না। পৃথিবীর কোনো দেশে প্রকৃতির এমন মমতা খুঁজে পাওয়া যায় না।
তাই কবির ভাষায় বলি :
“এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি
সকল দেশের রাণী সে যে আমার জন্মভূমি ”
সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি “।

পূর্ববর্তী নিবন্ধগভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ
পরবর্তী নিবন্ধপাবলিক বিশ্ববিদ্যালয়ে স্নাতক শ্রেণিতে ভর্তি এবার বড় চ্যালেঞ্জ