যেদিন বাবা হারিয়ে গেলেন
সংসারের হাল ধরেন যিনি
মায়ের আদর, বাবার শাসন
দুইটিই করতেন তিনি।
ভাতের পাতে খবর নিতেন
সারা দিন কে কি করল
পড়ার টেবিলে নিতেন খবর
স্কুলে কে কি পড়ল।
কার কি লাগবে খবর নিতেন
কোন বেলায় কি খাবে,
হাতে টাকা নাই, করব কি হায়
বাজারে কি করে যাবে!
কার শার্টটি গেছে ছিঁড়ে
আর কার লাগবে জুতো
এটা লাগবে ওটা লাগবে
অভিযোগ শতো শতো।
সব কিছু শুনে অভয় দিয়ে
বলতেন ধৈর্য ধর তবে,
সবকিছু পাবে,সবকিছু হবে
আল্লাহ যখন দেবে ।
ধৈর্যের কথা, সততার কথা
শিক্ষা দিতেন যিনি
সহজ, সরল দয়ার সাগর
আমার মা‘ই তিনি।