আমার ভালোবাসায় আজাদী

মুহাম্মদ সাজিদুল হক | মঙ্গলবার , ১৪ সেপ্টেম্বর, ২০২১ at ৬:০১ পূর্বাহ্ণ

আজাদীর ভালোবাসায় আমার প্রভাত শুরু হয়। সকালের নাস্তার টেবিলে আঞ্চলিকসহ সারাদেশের খবর ছাড়িয়ে বিশ্বকে চোখের পলকে খুঁজে পাই এ আজাদী পত্রিকায়। শুধু খবর দিয়ে বাংলাদেশকে শিরোনামে পাতায় আনছে তা নয়, শিল্প সাহিত্য চর্চার সূতিকাগার বলা যেতে পারে। বিশ্ব প্রযুক্তির সাথে খাপ খেয়ে নিয়ে পাঠক চাহিদার পছন্দের কথা বিবেচনায় নিয়ে ই-আজাদী আজ জনপ্রিয় এক মাধ্যম প্রবাসী চট্টগ্রামের কাছে। নবীন লেখকদের উৎসাহ যোগাতে আজাদীর ভূমিকা অতুলনীয়। প্রকাশনার বিভিন্ন বিভাগ সৃষ্টির মাধ্যমে লেখনীর আত্মপ্রকাশ করানোর এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে যাচ্ছে। আজাদী পাঠক থেকেই লেখক সৃষ্টির এক অনবদ্য পন্থা ‘সুখে দুখে ফেইসবুক-এ’ বর্তমানে খুবই জনপ্রিয় বিভাগ পাঠক সমাবেশে। স্কুল জীবনের ক্লাস সেভেন বা এইট থেকে আজ অবদি আজাদীর সাথে প্রেম আমার। আমরা যারা পাঠক আমাদেরও কিছু দায়িত্ববোধ আছে মনে করি, চট্টগ্রামের শিল্প সাহিত্যকে জানার আগ্রহ তৈরির মন মানসিকতার প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে এমন এক সাহিত্য চর্চার জ্ঞানকোষ পত্রিকা নির্বাচন করার মাধ্যমে আমাদের নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করে যেতে হবে। ব্যক্তিগত, সমাজ ও রাষ্ট্রীয় পর্যায়ে পরিবর্তনের একমাত্র মাপকাঠি হল সঠিক তথ্য নির্ভর জ্ঞান অর্জন করা। তাই জ্ঞানের পরিধি বাড়ানোর একমাত্র মাধ্যম পত্রিকা পড়ার অভ্যাস তৈরী করে যাওয়া। ৬২ বছর পদার্পণে প্রিয় আজাদী পত্রিকার জন্মদিনে সম্পাদক মহোদয়, সকল কর্মকর্তা, সাংবাদিক, লেখক, হকার, পাঠক ও শুভানুধ্যায়ীকে এই শুভক্ষণে জানাই নিরন্তন ভালোবাসা ও শুভেচ্ছা । এই পত্রিকা চিরজীবী হয়ে থাক সবার হৃদয়ে পরম ভালোবাসায় প্রিয় আজাদী হয়ে।

পূর্ববর্তী নিবন্ধআজাদীর প্রতি অদম্য ভালবাসা
পরবর্তী নিবন্ধসমুজ্জ্বল থাকুক প্রিয় আজাদী