আমার বিশ্বাস

মোহাম্মদ ইসমাইল | বৃহস্পতিবার , ৬ মার্চ, ২০২৫ at ১১:০৫ পূর্বাহ্ণ

আমার বিশ্বাস মনের জোরের উপর,

কোনো ধার করা লাঠির উপর নয়।

আমি সবসময় তাই নিজের উপর আত্মনির্ভর

পথচলাতে বিশ্বাসী। একটি বিশ্বাসী হৃদয়

ইচ্ছে করলে তাই বদলে দিতে পারে

যা কিছু পরিবর্তনযোগ্য এই পৃথিবীর ভিতরে!

পূর্ববর্তী নিবন্ধঅম্বিকা চক্রবর্তী : সূর্য সেনের ঘনিষ্ঠ সহযোগী
পরবর্তী নিবন্ধহাতের মুঠোয় থাকো