অনেকেই বলে বাবা বটবৃক্ষ, আবার অনেকে বলে ঝুম বৃষ্টিতে বাবাই মাথার উপর ছাতা, যে যাই বলুক, দু–চার লাইনে বাবাকে বর্ণনা করা বেশ কষ্টকর। ফল গাছ যেমন ফল নিয়ে মানুষের উপকার করার আনন্দে মাথা উঁচু করে বাঁচে, বাবাও তেমনি একজন। বাবা হোক চাকরিজীবী, শিক্ষক, ডাক্তার কিংবা দিনমজুর দিনশেষে ঘর্মাক্ত শরীরে বাড়ি ফিরে ক্লান্তি মাখা হাসিতে কষ্ট লুকানো মানুষটার নাম বাবা। বাবার শাসনে সূর্যের প্রখরতা থাকলেও বাবা হচ্ছেন সূর্য, তিনি না থাকলে অন্ধকারে ছেয়ে যাই আমরা। আমার বাবা আমার জীবনে সবচেয়ে প্রিয় মানুষ। আমরা চার বোন এক ভাই। বাবা আমাদের পাঁচ ভাই বোনের ছোট বড় কোনো ইচ্ছা অপূর্ণ রাখেনি। ছোটবেলা থেকে যেমন আদরে যত্নে আমাদের আগলে বড় করেছেন ঠিক তেমনি ন্যায় নীতিতে আমার বাবা একজন আদর্শ মানুষ। বাবার আদর্শ এবং অনুপ্রেরণায় আমার পথ চলা। কিভাবে মানুষের সাথে কথা বলতে হয়, কিভাবে মানুষকে সম্মান করতে হয় আমার বাবার কাছেই শেখা। বাবার কাছ থেকেই আমার বই পড়ার আগ্রহ জন্মায়। সেই ছোট্ট থেকেই বাবাকে দেখেছি নানান বই পড়তে তার অবসর সময়ে। খবরের কাগজ না পড়লে বাবার সকালটা ঠিক জমে না। সেই অভ্যাস এখনো বাবার চলমান। বাবা সর্বক্ষণ আমার মনে সাহসের যোগান দেন। বাবা বলেন “বাঁচতে হবে, জীবনকে আলোকিত করতে হবে আপন আলোয়। সত্যি বাবা খুব ভরসা পাই।বাবার চার চারটি কন্যা সন্তান তবুও বাবাকে কখনো আফসোস করতে দেখিনি, বরং দেখেছি কন্যাদের নিয়ে গর্ব করতে। বাবা বলেন বাবার চারকন্যা বাবার সবটা জুড়ে রয়েছে। বাবা আজ অবদি কখনো আমাদের তুই ডেকে কথা বলেন নি ভারি অদ্ভুত আমার বাবাটা, বড্ড অমায়িক। আমাদের বাবা আমাদের চার বোনের বন্ধু যার কাছে ভালো–মন্দ সব কিছু বলা যায়। পৃথিবীর সমস্ত কিছু একদিকে আমাদের বাবা তার অন্যদিকে। আমার জীবনে প্রতিটা পদে পদে আমি বাবার সাপোর্ট পেয়েছি যা বলে শেষ করা যাবে না। বাবা আমায় শিখিয়েছেন বিত্তবান মানুষ হওয়ার চেয়ে চিত্তবান মানুষ হওয়া অনেক বেশি জরুরি। আমিও সেই চিত্তবান মানুষ হয়ে বেঁচে থাকতে চাই। বাবার সততা,আদর্শ আর নৈতিকতা পুঁজি করেই পথ চলছি। বড্ড বেশি ভালোবাসি বাবাকে। পৃথিবীর সবকিছুর বিনিময়ে আমাদের বাবা আমাদের মাঝে বেঁচে থাকুক হাজার বছর এই প্রার্থনা। আমার আদর্শবান বাবার পায়ে আমার শত কোটি প্রণাম।