আমার বাংলাদেশ

কাজী জাহাঙ্গীর | বৃহস্পতিবার , ১৮ ডিসেম্বর, ২০২৫ at ১১:০৭ পূর্বাহ্ণ

মাঠের বুকে সোনালী ধান যেমন করে হাসে

যেমন করে শিশির জ্বলে ভোরের দুর্বাঘাসে

কাপলা ফোটা বিলের মত কৃষ্ণচুড়া লালে

ভোরের সূর্য হাসে যেমন পুব আকাশের ভালে

পাখ পাখালির সুরে যেমন সকাল ছাড়ে ঘুম

রোদের উঠোন ছড়ায় যেমন শীত ছাড়ানো ওম

তেমনি আমার প্রাণের মাঝে নিত্য বাজে সুর

বাংলাদেশের লাল সবুজের, থাকি যতই দূর

ধানের গানের প্রাণের আমার সোনার বাংলাদেশ

ভাবতে যেন বুক ভরে যায় আহা কী আবেশ

জন্মভূমি স্বদেশ আমার সদা বুকের পাতে

ছড়ায় আবেগ ভালোবাসার সারা দিবস রাতে

পূর্ববর্তী নিবন্ধতুমি কি আমার হবে
পরবর্তী নিবন্ধসুখ পাখি