আমার প্রিয় বাংলাদেশ

মাহিরা যারতাজ | বুধবার , ১৩ সেপ্টেম্বর, ২০২৩ at ৭:৫৭ পূর্বাহ্ণ

(৩১,২০১)

আমার প্রিয় বাংলাদেশ

রঙ ও রূপের নাই যে শেষ,

ষড়ঋতুর এই যে দেশ

আছে নদীসবুজের রেশ।

গ্রীষ্মকালে মধুর ফল

কালবৈশাখী হয়,

বর্ষাকালে ঝর ঝর ঝরে

তবুও নাই যে ভয়।

শরৎকালে ফোটে কাশফুল

নবান্ন হেমন্তে,

শীতের পিঠা মজা ভারি

কোকিল ডাকে বসন্তে।

আমার মাটি, আমার দেশ

আনন্দের নাই যে শেষ,

সব দেশের সেরা সে যে

আমার প্রিয় বাংলাদেশ।

পূর্ববর্তী নিবন্ধটিয়া
পরবর্তী নিবন্ধভুত