ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি বলেন, দায়িত্ব গ্রহণের পর মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করেছি। আমি সবসময় নিজেকে অন্যায় কাজ থেকে বিরত রেখেছি। আমার নাম ভাঙিয়ে কাউকে কোনো অন্যায় করতে দিইনি। আমি আমার মরহুম পিতা বর্ষীয়ান রাজনীতিবীদ আখতারুজ্জামান চৌধুরী বাবুর আদর্শ লালন ও ধারণ করে মানুষ হয়েছি।
গতকাল শুক্রবার ডুমুরিয়া রূদুরা শেখ কুতুব (রহঃ) শাহী জামে মসজিদে জুমার নামাজে উপস্থিত হয়ে মুসল্লিদের উদ্দেশে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ইসলাম কঠিন ধর্ম নয়, ইসলাম সহজ ধর্ম। তবে ইসলাম ধর্মের নাম বিক্রি করে যারা সাধারণ মানুষকে ধোকা দেয়, বাটপারি করে তাদের থেকে সতর্ক থাকুন। যারা ধর্মের দোহাই দিয়ে টুপি–দাড়ি রেখে নামাজ পড়ে বের হয়ে প্রতিবেশীদের উপর আক্রমণ করে, সম্পদ দখল করে, তারা দুনিয়াতে পার পেয়ে গেলেও আখিরাতে পার পাওয়ার কোন সুযোগ নেই। তাই মহান আল্লাহকে স্মরণ করুন, পাপের কঠিন শাস্তিকে ভয় পান। এ জন্য বেশি বেশি সদকায়ে জারিয়ার আমল করুন। নিজেকে আত্মশুদ্ধির মাধ্যমে ভাল চরিত্র গঠন করুন।
তিনি ফিলিস্তিন–ইসরায়েল যুদ্ধের বিষয়ে বলেন, মুসলমান হিসেবে আমাদের ফিলিস্তিনের পাশে থাকা ও তাদের জন্য দোয়া করা কর্তব্য। কারণ মুসলমানদের কাছে তিনটি গুরুত্বপূর্ণ জায়গা হলো মক্কা, মদিনা, মসজিদুল আকসা। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আনোয়ারা উপজেলা পরিষদ চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা শামসুদ্দিন আহমেদ চৌধুরী, সাবেক চেয়ারম্যান ইয়াকুব আলী চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক, চেয়ারম্যান কলিম উদ্দিন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরী সোহেল, উপজেলা আওয়ামীলীগ নেতা নজরুল ইসলাম বকুল, মো. নাজিম উদ্দীন, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক বোরহান উদ্দীন চৌধুরী মুরাদ, ভূমিমন্ত্রীর ব্যক্তিগত সহকারী অ্যাড. ইমরান হোসেন বাবু, ছাতরী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম.নজরুল ইসলাম, শ্রমিক লীগের সহ–সভাপতি মামুনুর রশীদ, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আব্দুর রহিম, আবু সুলতান মানিক প্রমুখ।












