আমার টাকায় আমার সেতু

মাসুদা তোফা | মঙ্গলবার , ২৮ জুন, ২০২২ at ১০:৫০ পূর্বাহ্ণ

ও সর্বনাশা পদ্মা নদীরে
কে আর তোকে বলবে এমন মন্দ কথারে
এখন তোর বুকে তোর নামে হাজার স্বপ্ন
বীজ বুনেছে, সে আমাদের স্বপ্ন সাহসিকা।

থুতা মুখ ভুতা হলো লড়াইটা তো সফল হলো।
কথায় কথায় তাই ভেটো দিতে নাই,
বুঝে শুনে আগাই দেশটার ভালো চাই।

বিশ্বের অন্যতম সেতু হলো তাঁর কল্যাণে
আমার টাকায় আমার সেতু আনন্দ জনমনে
পুলা বুড়া কাচ্চাবাচ্চা আজ সবার দেখো ঢল
পদ্মাপাড়ে জমছে সবাই আনন্দে পাগল।

ইচ্ছে হলেই পদ্মা দিবে পাড়ি, ছুঁ মেরে যাবে চলে বাড়ি।
ও পদ্মারে তোর বুকে চড়বে এখন হাজার রকম গাড়ি।
তোর বুকেতে কতো সময় , কতো প্রাণ হলো বিসর্জন।
ও পদ্মারে তোর বুকেতেই বাঙালির শ্রেষ্ঠ স্বপ্ন অর্জন।

পূর্ববর্তী নিবন্ধজয় বাঙালির জয়
পরবর্তী নিবন্ধহারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার কিছু ঐতিহ্যের গাছ