দূরত্ব দিন স্বপ্ন রঙিন
আমার ছেলেবেলা
কাটতো সময় আনন্দময়
নানারকম খেলা ।
ভূতের মতো কাঁদা মেখে
পাশের মাঠে গিয়ে
দিঘির জলে লাফালাফি
বৃষ্টি মাথায় নিয়ে।
জলে স্থলে সমান তালে
ঘুরে বেড়াতাম
আমার হাতের মুঠোর ভেতর
ছিলো আমার গ্রাম।
সরোয়ার রানা | বুধবার , ৪ ডিসেম্বর, ২০২৪ at ১০:২৬ পূর্বাহ্ণ