নীল আকাশে মেঘের পাশে
উড়ছে আমার ঘুড়ি
হাতছানিতে ডেকে বলে
বন্ধু এসো উড়ি।
নাচে আমার চপল ঘুড়ি
হাওয়ার তালে তালে
রূপালী রোদ জড়ায় তাকে
রূপের মায়া জালে।
ক্লান্ত আমার বন্ধু ঘুড়ি
ঝিম ধরে সে সাঁঝে
আকাশ থেকে ঘরে ফেরার
ঘন্টা ধ্বনি বাজে।
মনের থেকে ঝরে পড়ে
খুশি ঝিরিঝিরি
লাটাই ঘুড়ি হাতে নিয়ে
মায়ের কাছে ফিরি।