আমার গ্রাম

ফেরদৌস জামান খোকন | বুধবার , ২৩ জুলাই, ২০২৫ at ৫:৪১ পূর্বাহ্ণ

স্বরবৃত্ত ৪+++

গ্রামের পাশে নদীর ধারে

আমার একটা বাড়ি,

এসো বন্ধু বাড়ি আমার

শহরটাকে ছাড়ি।

আম কাঁঠালের মেলা বসে

আমার ছোট্ট গাঁয়ে,

হেথায় এসে বন্ধু তুমি

বসবে গাছের ছায়ে।

মায়ের হাতের নানা পদের

খাবার সবাই খাবো,

বন্ধু তুমি থাকলে পাশে

মজা অনেক পাবো।

নদীতে জাল ফেলি আমি

পেতে মাছের দেখা

ক্যামন করে মাছ ধরি ভাই

হবে তোমার শেখা।

পূর্ববর্তী নিবন্ধবিষ্টি মেয়ের মিষ্টি ছড়া
পরবর্তী নিবন্ধ