আমার গাড়ি নিরাপদ অ্যাপসে খুঁজে পেল পাসপোর্ট ও ব্যাগ

আজাদী প্রতিবেদন | বুধবার , ২ ফেব্রুয়ারি, ২০২২ at ১০:৩৭ পূর্বাহ্ণ

‘আমার গাড়ি নিরাপদ’ অ্যাপসের মাধ্যমে যাত্রী ফিরে পেল তার পাসপোর্টসহ মূল্যবান জিনিসপত্র। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার সালেহ্‌ মোহাম্মদ তানভীরের উদ্যোগে শুরু হওয়া ‘আমার গাড়ি নিরাপদ’ অ্যাপস এবং সিএমপির ট্রাফিক উত্তর বিভাগে কর্মরত সার্জেন্ট মোস্তাফিজুর রহমানের সহযোগিতায় সিএনজি টেক্সিতে ফেলে আসা পাসপোর্ট, ভ্যানিটি ব্যাগ, টিকার সনদ ও অন্যান্য গুরুত্বপূর্ণ কাগজপত্র ফিরে পেলেন যাত্রী মো. সাদিক সালমান ও তার বোন।
বিষয়টি নিশ্চিত করে ট্রাফিক উত্তর বিভাগের ডিসি জয়নুল আবেদীন আজাদীকে বলেন, গত ২৭ জানুয়ারি আনুমানিক রাত সাড়ে ৯টার দিকে গরীবুল্লাহ শাহ মাজার এলাকা থেকে একটি সিএনজি টেক্সিতে উঠে খুলশী জালালাবাদ টাওয়ারে নিজ বাসার সামনে নেমে যান যাত্রী সাদিক ও তার বোন। দুর্ভাগ্যবশত তাদের পাসপোর্টের কপি ও করোনা টিকার সনদ এবং অন্যান গুরুত্বপূর্ণ কাগজপত্র সম্বলিত ব্যাগটি গাড়িতে ফেলে যান তারা। পরক্ষণে তারা তাদের বাড়ির সিসি টিভি ফুটেজ সংগ্রহ করে সিএনজি টেক্সির নম্বর শনাক্ত করেন এবং জিইসি মোড়ে ডিউটিরত সার্জেন্ট মোস্তাফিজুর রহমানকে অবহিত করেন। পরবর্তীতে আমরা গাড়ি নিরাপদ অ্যাপস ব্যবহার করে চালকের পুরো ঠিকানা বের করে চালকের সাথে মুঠোফোনের মাধ্যমে যোগাযোগ করি। চালক পাসপোর্ট ও টিকার সনদপত্র ও অন্যান্য গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ ব্যাগটি গত ৩১ জানুয়ারি যাত্রী সাদিক সালমান ও তার বোনের নিকট হস্তান্তর করি। তিনি আরও বলেন, যাত্রী সাধারণের প্রতি আহ্বান তারা যেন সিএনজি টেঙিতে উঠার আগে গাড়ির নম্বরটা সংগ্রহে রাখেন। এতে সকলেই উপকৃত হবেন তথা নিরাপদ থাকবেন।

পূর্ববর্তী নিবন্ধচকরিয়ায় ৮ ইউনিয়নে নির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ
পরবর্তী নিবন্ধভূমিমন্ত্রীর সঙ্গে রিহ্যাব নেতৃবৃন্দের সাক্ষাৎ