‘আমার গাড়ি নিরাপদ’ অ্যাপসে হারানো ব্যাগ উদ্ধার

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২১ এপ্রিল, ২০২২ at ১০:৪৩ পূর্বাহ্ণ

কিশোরগঞ্জ জেলার বিপুল সুত্রধর বুধবার (১৯ এপ্রিল) ফেরার সময় চট্টগ্রাম রেলস্টেশনে নেমে তার হাতে থাকা ব্যাগ না নিয়েই বিদায় দেন বহনকারী সিএনজি টেক্সিটিকে। আর ওই ব্যাগ নিয়েই সিএনজি টেক্সি চলে যায় অন্যত্র। এই ঘটনা জানান তিনি ওই এলাকায় দায়িত্বরত ট্রাফিক সার্জেন্ট আব্দুর রহমানকে। পরে ট্রেনে উঠে যান। বিপুল সুত্রধর তার গন্তব্য কিশোরগঞ্জ চলে গেলেও এই ব্যাগ উদ্ধারে নামে সিএমপির ট্রাফিক পুলিশ। ‘আমার গাড়ি নিরাপদ’ অ্যাপসের মাধ্যমে উদ্ধার করেছে তার ব্যাগটি।

সিএমপির দক্ষিণ বিভাগের ট্রাফিক পরিদর্শক (প্রশাসন) অনীল বিকাশ চাকমা বলেন, বিপুল সুত্রধর বিষয়টি নিউমার্কেট মোড়ে এসে কর্তব্যরত সার্জেন্ট আব্দুর রহমানকে অবহিত করেন। সিএনজি টেক্সির নম্বরও সরবরাহ করেন। এরপর ‘আমার গাড়ি নিরাপদ’ অ্যাপসের ডাটাবেজ ব্যবহার করে ওই সিএনজি টেক্সি শনাক্ত করা হয়। গাড়ির মালিক ও চালকের সঙ্গে যোগাযোগ করে উদ্ধার করা হয় বিপুল সুত্রধরের লাগেজটি।

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়ি আদালতের কম্পিউটার চুরি
পরবর্তী নিবন্ধবিভিন্ন সংগঠনের ইফতার মাহফিল