আমার হৃদ–কাননের ফুল,
সে মিষ্টি এক বকুল।
দীঘল কালো কোমল চুল,
যত্ন নিতে হয় না ভুল।
বড় হয়ে করবে সেবা,
স্বপ্ন আঁকে রোজই যেবা।
পাখির মতো চায় উড়তে,
ইচ্ছেমতোন চায় ঘুরতে।
ছবি আঁকাও তার খুব শখ,
সংগ্রহে আছে বিশাল ছক।
কাজে–কর্মে পরিপাটি,
চলনে –বলনে ভীষণ খাঁটি।
আবৃত্তি আর গলা সাধায়,
ভরপুর আনন্দে অবসর কাটায়
পাঁচ সেপ্টেম্বর শুভদিন,
শুভ হোক তার প্রতিদিন।