বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন সমপ্রতি অভিনেতা অমিতাভ বচ্চনের কুইজ শো ‘শানদার শুক্রবার’ এপিসোডে হাজির হয়েছিলেন। তার সঙ্গে ছিলেন ‘ওম শান্তি ওম’ সিনেমার পরিচালক ফারাহ খান। এ অনুষ্ঠান চলার ফাঁকে অমিতাভের একটি প্রশ্নের জবাবে নিজের মানসিক অবসাদের কথা তুলে ধরেন দীপিকা। খবর বাংলানিউজের।
তিনি জানান, ২০১৪ সালে তীব্র মানসিক অবসাদে ভুগেছিলেন তিনি। সে সময় তার কাজ করতে ভালো লাগতো না। কারো সঙ্গে দেখা করতে চাইতেন না। বাড়ির বাইরে বের হতেন না। দীপিকা বলেন, সেই সময় বহুবার এমন মনে হয়েছে যে, বেঁচে থেকে কোনো লাভ নেই আমার। আমার আর বাঁচতে ইচ্ছে করছিল না। ’
হতাশার সাথে দীপিকার লড়াইয়ে কথা নির্মাতা ফারাহকে অশ্রুসিক্ত করে তোলে এবং অমিতাভ বচ্চনকে আবেগপ্রবণ করে তোলে। এসময় অমিতাভ বলে ওঠেন, তিনি প্রার্থনা করবেন ওই রকম সময় যেন দীপিকার জীবনে আর ফিরে না আসে। ‘বিগ বি’ আরও বলেন, ‘আমার দৃঢ় বিশ্বাস নিজের জীবনে এই ঘটনা বলে তুমি সেইসব মানুষদের মনে সাহস জুগিয়েছ, যারা আজ তোমার মতো মানসিক অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। দীপিকা বর্তমানে ‘পাঠান’ সিনেমায় কাজ করছেন। এতে শাহরুখ খানের বিপরীতে দেখা যাবে তাকে। সিনেমাটি নির্মাণ করছেন সিদ্ধার্থ আনন্দ। এই নির্মাতার ‘ফাইটার’ সিনেমাতেও অভিনয় করতে যাচ্ছেন দীপিকা। এতে তিনি প্রথমবার জুটি হতে যাচ্ছেন ঋত্বিক রোশনের সঙ্গে।