ভালোবাসা উথাল পাথাল
স্বপ্নগুলো বন্য
আজকে কেবল আমিই আমার
তোমরা সবাই অন্য
আমার জন্য জলের নূপুর
আকাশ ভরা তারা
একরোখা আজ জয়ধ্বনি
লুকিয়ে ছিল যারা
আঁজলা ভরা কাঠমালতী
ঝুমকো জবার কলি
আমার পথে ছড়িয়ে দিল
ছোট্ট শহরতলী
জোৎস্না ঢলে স্নান হয়ে যায়
হাস্নাহেনার বন
আমার সাথে নৈসর্গের
নিবিড় আলিঙ্গন
যা গেছে যাক সবকিছু বাদ
চলার অনেক বাকি
যা পেয়েছি তাই দিয়ে আজ
নতুন করে আঁকি
আজকে আমি পূর্ণ রূপে
আমায় পেয়েই ধন্য
এখন আমার আমিই আছি
তোমরা সবাই অন্য।