আমার আজাদী

নাসিম আখতার রীনা | মঙ্গলবার , ২৩ সেপ্টেম্বর, ২০২৫ at ১০:৫৮ পূর্বাহ্ণ

ভোরের বেলায় ঝুঁপ

দিত যে সবাই ছুট,

আগে যেন নিতে পারে

আজাদী পড়ার সুখ।

 

খবর কিগো খাবার!

নজর থাকে সবার,

ঘরকে ছাড়ার আগে

হেডিং চোখ বুলাবে।

 

ঘটনা দুর্ঘটনা রটনা

জরুরি খবরই কতনা

শোক সংবাদের মত।

টেন্ডার বিজ্ঞপ্তি শত।

 

পাত্র পাত্রী বা চাকরি,

জন্মদিনমেলাখেলা,

সাংস্কৃতি পাতা পড়ে

কাটতো অলস বেলা।

 

আগামীদের আসর

জুড়িয়ে যে তার বুক।

ছাপলে লিখা নিজের

অনন্য সেইযে সুখ।

পূর্ববর্তী নিবন্ধআমাদের ছোট গাঁ
পরবর্তী নিবন্ধস্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে বাংলাদেশের সক্ষমতা