ভোরের বেলায় ঝুঁপ
দিত যে সবাই ছুট,
আগে যেন নিতে পারে
আজাদী পড়ার সুখ।
খবর কিগো খাবার!
নজর থাকে সবার,
ঘরকে ছাড়ার আগে
হেডিং চোখ বুলাবে।
ঘটনা দুর্ঘটনা রটনা
জরুরি খবরই কতনা
শোক সংবাদের মত।
টেন্ডার বিজ্ঞপ্তি শত।
পাত্র পাত্রী বা চাকরি,
জন্মদিন–মেলা–খেলা,
সাংস্কৃতি পাতা পড়ে
কাটতো অলস বেলা।
আগামীদের আসর
জুড়িয়ে যে তার বুক।
ছাপলে লিখা নিজের
অনন্য সেইযে সুখ।