হাটহাজারী রোডস্থ আমান বাজার আঞ্জুমানে আশেকানে মোস্তফা (দ.) ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে গত ৭ জানুয়ারি হযরত খাজা মাওলানা মঈনউদ্দীন চিশতি আজমিরী (রা.)’র উরস উপলক্ষে আশেকানে মোস্তফা (দ.) তরুণ পরিষদ, হযরত খোশাল শাহ ইউনিট শাখার ব্যবস্থাপনায় খাজা গরীবে নেওয়াজ (রা.) কনফারেন্স দরবার শরীফের সাজ্জাদানশীন, কাজী মুহম্মদ শাহেদুর রহমান হাসেমী (মা জি আ)’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান বক্তা ছিলেন রাউজান দারুল ইসলাম কামিল মাদ্রাসার আরবি প্রভাষক মুফতি আহমদ উল্লাহ ফোরকান খান আল কাদেরী। মোখতার আহমদ রজভী আল কাদেরীর সঞ্চালনায় বিশেষ বক্তা ছিলেন হযরত মাওলানা আব্দুন নূর হাসান বিন নূরী (মা জি আ), ক্বারী হাসান উদ্দিন রেজভী। উপস্থিত ছিলেন অ্যাড. মুহাম্মদ শাহজাহান, মুহাম্মদ শাহেদুর রহমান, হাজী শাহজাহান, হাজী আবুল কাশেম, মুহাম্মদ জাকের হোসেন। শেষে সকলের কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত করা হয় এবং তাবারুক বিতরণের মাধ্যমে মাহফিল সম্পন্ন হয়। সভাপতি বলেন, হযরত খাজা গরিবে নেওয়াজ মুঈনুদ্দীন চিশতী ছিলেন ভারতের মুকুটহীন আধ্যত্মিক সম্রাট। তাই মহান ব্যক্তিত্বের চর্চা বৃদ্ধি করতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।