আমান বাজারে আমিনুল ইসলাম হাশেমীর ওরশ

| শনিবার , ৬ সেপ্টেম্বর, ২০২৫ at ৬:০৩ পূর্বাহ্ণ

হাটহাজারী রোডস্থ আমান বাজার আঞ্জুমানে আশেকানে মোস্তফা (.) বাংলাদেশ ও আশেকানে মোস্তফা (.) তরুণ পরিষদ হযরত খোশাল শাহ জামে মসজিদ ইউনিট শাখার যৌথ ব্যবস্থাপনায় মুফতি আল্লামা শাহছুফি কাযী মুহাম্মদ আমিনুল ইসলাম হাশেমীর (রহ.) ২০তম চন্দ্র বার্ষিক ওরশ মুফতি কাযী মুহাম্মদ শাহেদুর রহমান হাশেমীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন মাওলানা কাযী মুহাম্মদ মাশহুদুর রহমান ইয়াহিয়া হাশেমী। বক্তব্য রাখেন জাঙ্গল পাড়া জামে মসজিদের খতিব হযরত মাওলানা আমিনুল ইসলাম ওয়াহেদী, ছিপাতলি গাউসিয়া মঈনীয়া কামিল মাদ্রাসার ইসলামি স্টাডিজ বিভাগ বিভাগীয় প্রধান হযরত মাওলানা কাজী মুহাম্মদ শফিউল আজম আল ক্বাদেরী, হযরত খোশাল শাহ জামে মসজিদের পেশ ইমাম হযরত মাওলানা হাসান উদ্দিন কাদেরী রেজবী, হযরত খোশাল শাহ মাদ্রাসা সুপার হযরত মাওলানা মোহাম্মদ মোখতার হোছাইন কাদেরী রেজবী, গাউসিয়া শাহ আমিন হাশেমী মাদ্রাসা সুপার মাওলানা হাফেজ মুহাম্মদ দিদার। উপস্থিত ছিলেন মাওলানা হাফেজ নাঈম উদ্দিন, হাফেজ মুহাম্মদ নূর হোসাইন, মাওলানা আব্দুস সামাদ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধফটিকছড়ি উপজেলা পূজা উদযাপন পরিষদের আইনশৃঙ্খলা বিষয়ক সভা
পরবর্তী নিবন্ধআলোর দিশার ৫ম মোটিভেশন ও কুইজ প্রতিযোগিতা