আমানত খান (র:) দরবারে ১০ দিনব্যাপী কারবালা মাহফিল

| মঙ্গলবার , ৮ জুলাই, ২০২৫ at ৯:১৪ পূর্বাহ্ণ

কুতুবুল আকতার গরীবে নেওয়াজ হযরত শাহছুফি আমানত খান (🙂 দরবার শরীফে প্রতি বৎসরের ন্যায় এই বৎসরও ১০ (দশ) দিনব্যাপী শাহাদাতে কারবালা মাহফিল সম্পন্ন হয়েছে। উক্ত মাহফিলে ছদারত ও মোনাজাত করেন সাজ্জাদানশীন মোতওয়াল্লী হযরত আলহাজ্ব শাহজাদা মুহাম্মদ এনায়েত উল্লা খান (মা:জি:🙂 বড় মিঞা। এতেত উপস্থিত ছিলেন শাহজাদা আহম্মদ উল্লা খান, শাহজাদা মাহমুদ উল্লা খান, শাহজাদা নুর উল্লা খান, শাহজাদা মুহাম্মদ আহছান উল্লা খান, শাহজাদা পেশ ইমাম মৌলানা তবারক আলী এবং বাবাজান কেবলা কাবার ভক্তবৃন্দ ও বিশিষ্ট ওলামায়ে কেরামগণ। এতে শাহজাদা ফরিদ উদ্দিন বলেন, “আহলে বায়তে রসুল (🙂 দেরকে ইজ্জত মহব্বত এবং ভালোবাসাই ঈমানী দায়িত্ব। আহলে বায়তে রসুল (🙂 প্রতি ভালোবাসা অঅল্লাহকে ভালোবাসা এবং আহলে বায়তে রসুল (🙂 প্রতি ভালোবাসা রসুলে পাক (🙂কে ভালোবাসা।” প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআহলে বাইতের আত্মদান ইসলাম প্রতিষ্ঠায় অনন্য নিদর্শন
পরবর্তী নিবন্ধড. হাসান মোহাম্মদ কর্মের মাধ্যমে বেঁচে থাকবেন