প্রতি বছরের ন্যায় ১২ দিনব্যাপী পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) মাহফিল হযরত শাহছুফি আমানত খান (র.) দরবারে সাজ্জাদানশীন মোতোয়াল্লী শাহজাদা মুহাম্মদ এনায়েত উল্লা খান (ম.জি.আ.) এর পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে আখেরী মোনাজাত করেন সাজ্জাদানশীন মোতোয়াল্লী শাহজাদা মুহাম্মদ এনায়েত উল্লা খান (ম.জি.আ.)। উপস্থিত ছিলেন শাহজাদা আহমদ উল্লা খান, শাহজাদা ফরিদ উদ্দীন খান, হাফেজ মৌলানা মাহমুদ উল্লা খান, শাহজাদা মুহাম্মদ নুর উল্লা খান, শাহজাদা মুহাম্মদ আহছান উল্লা খান, খতিব মৌলানা তবারক আলী ও ভক্ত আশেকীনবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।