হযরত শাহ সুফি আমানত খান (রহঃ) দরগাহ শরীফ ও ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) মাহফিল দরগাহ শরীফ মসজিদে অনুষ্ঠিত হয়েছে। শাজ্জাদানসীন শাহ সুফি আলহাজ্ব শাহজাদা সৈয়দ মোহাম্মদ বেলায়েত উল্লাহ খান আল হাসানীর (ম.জি.আ) সভাপতিত্বে মাহফিলে বিভিন্ন দরবারের পীর, ওলামায়ে কেরামসহ বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন। শাহজাদা সৈয়দ মোহাম্মদ হাবিব উল্লাহ খান মারুফের পরিচালনায় মাহফিলে তকরির পেশ করেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসার মোহাদ্দেস মাওলানা মোহাম্মদ আবুল হাশেম, দরগাহ শরীফ মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ তবারক আলী।
সৈয়দ বেলায়েত উল্লাহ খান আল হাসানী বলেন, যখন মানুষ অরাজকতা, বিশৃঙ্খলাসহ নানান অপকর্মে লিপ্ত, তখনই অন্ধকার যুগ থেকে (মুক্তি) আলোর পথ দেখাতে মহান রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে রহমাতুল্লিল আলামীন হিসেবে দুনিয়ায় পাঠিয়েছেন। তাই নবী করিম (দ.) ও আহলে বাইতে রাসুলের প্রতি মহব্বত করাই হলো ইমান। প্রেস বিজ্ঞপ্তি।