আমানত খান (রহ.) ওরশের প্রস্তুতি সভা

| সোমবার , ২৬ মে, ২০২৫ at ৮:৫৫ পূর্বাহ্ণ

আগামী ২৮ মে বুধবার হযরত শাহ সুফি আমানত খান (রহ.) পবিত্র বার্ষিক ওরশ শরীফ শরীফ উপলক্ষে দরগাহ শরীফ ও শাহ সুফি আমানত খান (রহ.) ফাউন্ডেশনের উদ্যোগে খানকায়ে গতকাল রোববার এক প্রস্তুতি সভা শাহজাদা সৈয়দ মো. হাবিব উল্লাহ খান মারুফের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন মো. সাহাব উদ্দীন হাসান বাবু, অধ্যাপক মো. ওমর ফারুক, মুনিরুল ইসলাম অপু, গাজী মো. আলাউদ্দিন চঞ্চল, খাদেম মশিউর রহমানসহ ফাউন্ডেশনের বিভিন্ন থানা, ওয়ার্ড নেতৃবৃন্দ।

উল্লেখ্য,আগামী ২৭ তারিখ বাদ আসর থেকে পবিত্র কোরআন খতম, মিলাদ শরীফ, দোয়া দরূদের মাধ্যমে ২ দিনব্যাপী ওরশ শরীফের কার্যক্রম শুরু হবে। ২৮ মে বাদ এশা মিলাদ ও বিশ্ব মুসলিম এবং দেশবাসীর কল্যাণে মুনাজাতের মাধ্যমে সমাপ্ত হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনগর ভবনের নির্মাণকাজ পরিদর্শনে মেয়র
পরবর্তী নিবন্ধশিক্ষার মূল উদ্দেশ্য শুধু সনদ ও ডিগ্রি অর্জন নয়