আমানত খান (র.) দরগাহে আসা আশেকানদের মধ্যে হযরত শাহ সুফি আমানত খান (রহ.) ফাউন্ডেশন ও দরগাহ শরিফের উদ্যোগে মাস্ক বিতরণ করা হয়। এ সময় দরগাহ শরীফে আসা আশেকানদের সামাজিক দূরত্ব বজায় রেখে চলাচলের দিকনির্দেশনা দেয়া হয়। মাস্ক বিতরণ করেন, শাহজাদা সৈয়দ মোহাম্মদ হাবিব উল্লাহ খান মারুফ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শাহজাদা পারেস খান, শাহজাদা জাওয়াদ খান, শাহজাদা মাহির খান, শাহজাদা ফয়সাল খান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।