আলহাজ্ব মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে উত্তর কাট্টলী আলহাজ্ব মোস্তফা-হাকিম কলেজ চত্বরে গতকাল শুক্রবার বিকেলে কাট্টলী নুরুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক, সমাজ সেবক ও রাজনীতিবিদ মরহুম আমানত উল্লাহ মাস্টারের শোক সভার আয়োজন করা হয়। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এম মনজুর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. ইফতেখার উদ্দিন চৌধুরী।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সুলতান আহামদ, লোকমান আলী, কাজী আলতাফ হোসেন, মুক্তিযোদ্ধা মো. সলিমুল্লাহ, মোস্তফা হাকিম গ্রুপের পরিচালক মোহাম্মদ সাইফুল আলম, মোস্তফা-হাকিম কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলমগীর, কাট্টলী নুরুল হক চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর মোহাম্মদ প্রমুখ। বক্তারা বলেন, মরহুম আমানত উল্লাহ মাস্টার ছিলেন বিনয়ী, পরিচ্ছন্ন রাজনীতিবিদ, জনদরদী, সমাজ সেবক ও প্রবীন শিক্ষক। তিনি সমাজে জ্ঞানের যে আলো জ্বালিয়েছেন তা বতর্মান শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের জন্য অনুসরণীয় ও দৃষ্টান্ত হয়ে থাকবে। প্রেস বিজ্ঞপ্তি।