আমরা অন্য দেশের প্রধানমন্ত্রীর কাগজ কুড়ানোকে বাহবা জানাই পঞ্চমুখে, কিন্তু নিজ দেশে গ্রাজুয়েট করা নিত্যদিনের রাস্তা পরিষ্কারকের পরিচয়ই জানি না! আমরা আমেরিকার প্রেসিডেন্টকে বুফেতে লাইনে দাঁড়িয়ে খাবার নেয়াকে হাতে তালি দেই, কিন্তু স্বপ্নমাখা উচ্চ দক্ষতার বুফে তৈরি করার কারিগরকে উৎসাহ দেয় না! আমরা একজন চেয়ারম্যানের ভ্যানগাড়ি অথবা রিকশা চালিয়ে ভোট প্রচারকে বড় করে দেখি কিন্তু একজন সৃজনশীল রিকশাওলাকে খুঁজে প্রকাশ করতে পারি না! আমরা একজন শিল্পপতির ঘরে তার নিজের ডিনার করা ডিশকে পরিষ্কার করাকে খবরের কাগজে প্রকাশ করি, কিন্তু একজন এমবিএ করছে এমন তরুণের গেস্টের শত ডিশকে পরিষ্কার করছে এমন কারোর, কখনো তার পরিচয় জানতে চাই না। আমরা প্রবাসী ক্ষমতাধরকে দেশে মায়ের জন্য বিলাসবহুল ফ্ল্যাট কিনে দেওয়া নিয়ে হৈচৈ করি, কিন্তু প্রথম মাসের বেতন পাওয়া ছেলেটার অর্ধেক অংশের টাকা দিয়ে মায়ের জন্য জামদানী শাড়ি কেনা কিংবা ৫তারকা হোটেলে মা বাবাকে ডিনার করানো আর ভাই বোনের জন্য ইচ্ছে পূরণ করাকে উৎসাহ দেই না! আমরা স্বপ্ন মাখা আলোকে খুঁজি না, আর অমাবস্যায় চাঁদকে দেখিনা বলে হারিয়ে যেতে দেই। এভাবে মেঘে ঢাকা সূর্যকে বের করে আনতে চাই না কারণ আমরা শুধুমাত্র রাস্তায় দাঁড়িয়ে থাকা ল্যাম্পপোস্টের আলোর ঝলমলানো বাতিকে কাছে দেখে অভ্যস্ত বলে। আমরা কষ্ট করে মূল্যবান কিছুকে চিনতে চাই না বরং ক্ষমতাকে তোষামোদি করতে চাই বেশি।










